বাংলারাষ্ট্ৰীয়

যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে

Spread the love

DD TIMES মালিগাঁও, ৩ সেপ্টেম্বরঃ যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আসন্ন উৎসব মরশুমে কয়েকটি গন্তব্যস্থলের জন্য
আরও ৭ জোড়া উৎসব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উৎসব বিশেষ ট্রেনগুলির মধ্যে – ট্রেন নং.
০৮০৪৭/০৮০৪৮ (শালিমার – রাঙাপাড়া নর্থ – শালিমার) ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৩টি ট্রিপের জন্য চলবে।

ট্রেন নং. ০৩০০৫/০৩০০৬ (হাওড়া – লামডিং – হাওড়া) ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর, ২০২৫
পর্যন্ত উভয় দিক থেকে ১০টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৫৭৪২/০৫৭৪১ (নিউ জলপাইগুড়ি – গোমতি নগর – নিউ জলপাইগুড়ি) ২৮ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৬টি ট্রিপের জন্য চলবে।

ট্রেন নং. ০৩১২৯/০৩১৩০ (কলকাতা – নিউ জলপাইগুড়ি – কলকাতা) ২৮ সেপ্টেম্বর থেকে ২৪ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ১০টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৫৭৩৮/০৫৭৩৭ (নিউ জলপাইগুড়ী – নারকটিয়াগঞ্জ – নিউ জলপাইগুড়ী) ২৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৫৭৪০/০৫৭৩৯ (নিউ জলপাইগুড়ী –পাটনা জং. – নিউ জলপাইগুড়ী) ২০ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৮টি ট্রিপের জন্য চলবে। ট্রেন নং. ০৫৭৩৪/০৫৭৩৩ (কিষানগঞ্জ – অমৃতসর – কিষানগঞ্জ) ২ অক্টোবর থেকে ১৫ নভেম্বর, ২০২৫ পর্যন্ত উভয় দিক থেকে ৭টি ট্রিপের জন্য চলবে।


সেই অনুযায়ী, ট্রেন নং. ০৮০৪৭ (শালিমার – রাঙাপাড়া নর্থ) স্পেশাল প্রত্যেক শুক্রবারে শালিমার থেকে ১৭:৪৫ ঘন্টায় রওনা দিয়ে শনিবার ১৩:৪০ ঘন্টায় রাঙাপাড়া নর্থ পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৮০৪৮ (রাঙাপাড়া নর্থ -শালিমার) স্পেশাল প্রত্যেক শনিবারে রাঙাপাড়া নর্থ থেকে ১৬:৩০ ঘন্টায় রওনা দিয়ে রবিবার ১২:৩০ ঘন্টায় শালিমার পৌঁছাবে।


ট্রেন নং. ০৩০০৫ (হাওড়া – লামডিং) স্পেশাল প্রত্যেক শুক্রবারে হাওড়া থেকে ০৭:১৫ ঘন্টায় রওনা দিয়ে শনিবার ০৮:০০ ঘন্টায় লামডিং পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৩০০৬ (লামডিং – হাওড়া) স্পেশাল প্রত্যেক শনিবারে লামডিং থেকে ১১:০০ ঘন্টায় রওনা দিয়ে রবিবার ১২:৩০ ঘন্টায় হাওড়া পৌঁছাবে।


ট্রেন নং. ০৫৭৪২ (নিউ জলপাইগুড়ী – গোমতি নগর) স্পেশাল প্রত্যেক রবিবারে নিউ জলপাইগুড়ী থেকে ০৭:০০ ঘন্টায় রওনা দিয়ে সোমবার ০৭:১৫ ঘন্টায় গোমতি নগর পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৭৪১ (গোমতি নগর – নিউ জলপাইগুড়ী) স্পেশাল প্রত্যেক সোমবারে গোমতি নগর থেকে ০৯:৪০ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০৯:২৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ী পৌঁছাবে।


ট্রেন নং. ০৩১২৯ (কলকাতা – নিউ জলপাইগুড়ী) স্পেশাল প্রত্যেক রবিবারে কোলকাতা থেকে ২৩:৪০ ঘন্টায় রওনা দিয়ে সোমবার ১০:৪৫ ঘন্টায় নিউ জলপাইগুড়ী পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৩১৩০ (নিউ জলপাইগুড়ী – কলকাতা) স্পেশাল প্রত্যেক সোমবারে নিউ জলপাইগুড়ী থেকে ১২:৪৫ ঘন্টায় রওনা দিয়ে মঙ্গলবার ০০:৪০ ঘন্টায় কলকাতা পৌঁছাবে।


ট্রেন নং. ০৫৭৩৮ (নিউ জলপাইগুড়ী – নারকটিয়াগঞ্জ) স্পেশাল প্রত্যেক রবিবারে নিউ জলপাইগুড়ী থেকে ১৪:০৫ ঘন্টায় রওনা দিয়ে সোমবার ০৫:০০ ঘন্টায় নারকটিয়াগঞ্জ পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৭৩৭ (নারকটিয়াগঞ্জ – নিউ জলপাইগুড়ী) স্পেশাল প্রত্যেক সোমবারে নারকটিয়াগঞ্জ থেকে ০৭:০০ ঘন্টায় রওনা দিয়ে একইদিনে ২১:৩০ ঘন্টায় নিউ জলপাইগুড়ী পৌঁছাবে।


ট্রেন নং. ০৫৭৪০ (নিউ জলপাইগুড়ী – পাটনা জং.) স্পেশাল প্রত্যেক শনিবারে নিউ জলপাইগুড়ী থেকে ০৫:০০ ঘন্টায় রওনা দিয়ে একইদিনে ১৭:৪০ ঘন্টায় পাটনা জং. পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৭৩৯ (পাটনা জং. – নিউ জলপাইগুড়ী) স্পেশাল প্রত্যেক রবিবারে পাটনা জং. থেকে ১৯:৩০ ঘন্টায় রওনা দিয়ে রবিবার ০৯:৩০ ঘন্টায় নিউ জলপাইগুড়ী পৌঁছাবে।


ট্রেন নং. ০৫৭৩৪ (কিষানগঞ্জ – অমৃতসর) স্পেশাল প্রত্যেক বৃহস্পতিবারে কিষানগঞ্জ থেকে ০৯:১০ ঘন্টায় রওনা দিয়ে শনিবার ০০:১০ ঘন্টায় অমৃতসর পৌঁছাবে। ফেরৎ যাত্রায়, ট্রেন নং. ০৫৭৩৩ (অমৃতসর – কিষানগঞ্জ) স্পেশাল প্রত্যেক শনিবারে অমৃতসর থেকে ০৪:২৫ ঘন্টায় রওনা দিয়ে রবিবার ১৭:৩০ ঘন্টায় কিষানগঞ্জ পৌঁছাবে।


এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হচ্ছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!